ভারতের চা উৎপাদক অঞ্চলের বিবরণ দাও
ভারত চা উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে। 2003 সালে ভারতের চা উৎপাদন হয়েছিল 805 হাজার টন। ভারতের প্রধান 3 টি চা উৎপাদক অঞ্চল রয়েছে যথা- ১) উত্তর-পূর্ব ভারত ২) দক্ষিণ ভারত ৩) উত্তর-পশ্চিম ভারত।
ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল
১. উত্তর-পূর্ব ভারত
উত্তর-পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামে ভারতের প্রায় 75% চা উৎপাদন করা হয়। এই দুই অঞ্চলে অবস্থিত চা উৎপাদক অঞ্চলগুলি নিম্নে আলোচনা করা হল-
ক . আসাম
আসাম চা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে। ভারতের প্রায় 51 শতাংশ চা আসামে উৎপাদিত হয়। 2003 সালে আসামে প্রায় 420 হাজার টন চা উৎপাদিত হয়েছিল। আসামের চা উৎপাদক অঞ্চলগুলি হল-
(i) ব্রহ্মপুত্র উপত্যকায় সাদিয়া থেকে গোয়ালপাড়ার পর্যন্ত অসমের প্রধান চা উৎপাদক অঞ্চলটি অবস্থিত। সারা ভারতের প্রায় 44 শতাংশ চা এখানে উৎপাদিত হয়। প্রধানত 676 টি চা বাগান ডিব্রুগড়, লাখিম্পুর, শিবসাগর, কামরূপ, এবং গোয়ালপাড়া জেলায় অবস্থিত।
(ii) সুরমা উপত্যকা অসমের দ্বিতীয় প্রধান চা উৎপাদক অঞ্চলটি সুরমা উপত্যকা। অঞ্চলটি চাচর জেলায় অবস্থিত। দেশের মোট চা উৎপাদনের 5% এখানে উৎপাদিত হয়।
খ . পশ্চিমবঙ্গ
চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে। 2003 সালে পশ্চিমবঙ্গের চা উৎপাদিত হয়েছিল 120 হাজার টন। ভারতের প্রায় 22 শতাংশ এখানে উৎপাদিত হয়। পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চলগুলিকে তিনটি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়। যথা-
(i) ডুয়ার্স অঞ্চল: কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হিমালয় পার্বত্য অঞ্চলে চা চাষ করা হয়।
(ii) দার্জিলিং অঞ্চল: দার্জিলিং হিমালয় অঞ্চলে পাহাড়ের ঢালে চা চাষ করা হয়। দার্জিলিং অঞ্চলে উৎপাদিত চা স্বাদ ও গন্ধে পৃথিবী বিখ্যাত।
(iii) পশ্চিমের মালভূমি অঞ্চল: পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে কিছু পরিমাণ চা উৎপাদনের চেষ্টা চলছে।
গ .অন্যান্য অঞ্চল
এছাড়া সিকিম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং মনিপুরেও কিছু পরিমাণ চা উৎপাদিত হয়।
২. দক্ষিণ ভারত
দক্ষিণ ভারতের নীলগিরি, কার্ডামম, পানি এবং আনাইমালাই পাহাড়ে দেশের মোট 25% চা উৎপাদিত হয়। দক্ষিণ ভারতের চা উৎপাদনে অগ্রণী রাজ্যগুলি হল-
ক. তামিলনাড়ু
2003 সালে চা উৎপাদনের তামিলনাড়ু ভারতের তৃতীয় স্থান অধিকার করে। ভারতের প্রায় 16 শতাংশ চা এখানে উৎপাদিত হয়। চা উৎপাদনের পরিমাণ ছিল 130 হাজার টন।
খ. কেরালা
চা উৎপাদনে কেরালা ভারতের চতুর্থ স্থান অধিকার করে। উৎপাদনের পরিমাণ 2003 সালে 70 হাজার টন, যা ভারতের মোট উৎপাদনের 8 শতাংশ। তিরুবন্তপুরম জেলায় চা উৎপাদিত হয়
গ. কর্ণাটক
হাসান ও চিকমাগালুর জেলায় চা উৎপাদিত হয়।
৩. উত্তর-পশ্চিম ভারত
উত্তর পশ্চিম ভারতে অবস্থিত উত্তরাঞ্চল রাজ্যের দেরাদুন, আলমোড়া এবং গাড়োয়াল জেলা; হিমাচল প্রদেশ রাজ্যের সুরমা উপত্যকা এবং মান্ডি জেলায় অল্প পরিমাণ চা উৎপাদিত হয়।
৪. অন্যান্য অঞ্চল
ঝাড়খন্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির অন্তর্গত হাজারীবাগ জেলায় অল্প পরিমাণ চা উৎপাদিত হয়।