বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখ

মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু অবঘর্ষ, অপসারণ এবং ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে। এদের মধ্যে অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা ক্ষয়কার্য সবচেয়ে বেশি হয়। এই প্রক্রিয়ায় মরু অঞ্চলে অধিকাংশ ভূমিরূপ সৃষ্টি হয়। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত উল্লেখযোগ্য তিনটি ভূমিরূপ হল,-


(১) ইয়ারদাঙ: 

সংজ্ঞা: 

মরু অঞ্চলে বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা উলম্বভাবে অবস্থান করলে, অবঘর্ষ প্রক্রিয়ায় কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হলেও কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়। ফলে কঠিন শিলাস্তর পরস্পর বিচ্ছিন্ন হয়ে টিলার আকারে দাঁড়িয়ে থাকে একে ইয়ারদাঙ বলে।

ইয়ারদাঙ


বৈশিষ্ট্য:

(i) এগুলোর উচ্চতা 20 থেকে 30 ফুট হয়।

(ii) বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি হয়।

(iii) পরস্পর বিচ্ছিন্ন হয়ে টিলার আকারে দাঁড়িয়ে থাকে। 

(iv) কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়।


উদাহরণ: 

সাহারা, সোনেরান ও গোবি মরুভূমিতে ইয়ারদাঙ দেখা যায়।


(২) গৌর: 

সংজ্ঞা: 

মরুভূমিতে কোন বৃহৎ শিলাখণ্ডের উপরের অংশ কঠিন শিলা এবং নিচের অংশ কোমল শিলা দ্বারা গঠিত হলে, অবঘর্ষ প্রক্রিয়ায় শিলাখণ্ডটির নিচের অংশ অধিক ক্ষয়প্রাপ্ত হয়ে সরু হয় এবং উপরের অংশ চওড়া থাকে। অনেকটা ব্যাঙের ছাতার মতো দেখতে এই ভূমিরূপকে গৌর বা গারা বলে।

গৌর


বৈশিষ্ট্য:

(i) বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় এই ভূমিরূপ সৃষ্টি হয়।

(ii) এদের দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মত এ কারণে এদের Mushroom landform বলে।

(iii) নিচের বায়ুতে বালুকণার পরিমাণ বেশি থাকায় অধিক ক্ষয়কার্য হয়।

(iv) কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত শিলাখন্ডে গৌর ভালোভাবে গঠিত হয়।


উদাহরণ: 

আফ্রিকার সাহারা মরুভূমিতে অসংখ্য গৌর বা গারা দেখা যায়।


(৩) ইনসেলবার্জ:

অর্থ: 

জার্মান শব্দ ইনসেলবার্জ কথার অর্থ দ্বীপশৈল।


নামকরণ: 

বিজ্ঞানী পাসার্জ 1926 সালে ইনসেলবার্জ নামকরণ করেন।

ইনসেলবার্জ


সংজ্ঞা: 

মরুভূমিতে অবঘর্ষ এবং অপসারণ প্রক্রিয়ায় প্রায় সমতল অঞ্চলের সৃষ্টি হয়। এই সমতল অঞ্চলের মাঝে কঠিন শিলা গঠিত অংশ ক্ষয় প্রতিরোধ করে অবশিষ্ট পাহাড় বা টিলা আকারে অবস্থান করে। একে ইনসেলবার্জ বলে।


বৈশিষ্ট্য:

(i) ক্ষয় প্রতিরোধী কঠিন শিলা দ্বারা ইনসেলবার্জ গঠিত।

(ii) এগুলোর উচ্চতা কম হয়। 30- 300 মিটার হয়।

(iii) মরুভূমিতে বিচ্ছিন্ন দ্বীপের আকারে অবস্থান করে।

(iv) গ্রানাইট বা নিস শিলা দ্বারা গঠিত।

(iv) উপরিভাগ গোলাকার বা চ্যাপ্টা প্রকৃতির হয়।


উদাহরণ: 

দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে এগুলো দেখা যায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url