The Passing Away of Bapu Unit 1
Lesson 3
The Passing Away of Bapu
Nayantara Sehgal
Unit 1
The Passing Away of Bapu in Bengali
I having tea at home on the evening of 30th January, 1948, when I was called to Birla house by an urgent telephone. [১৯৪৮ সালে ৩০ শে জানুয়ারি সন্ধ্যায় আমি যখন চা খাচ্ছিলাম, একটি জরুরী ফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়।]
Gandhiji had been shot on his way to a prayer meeting.[একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময় গান্ধীজি গুলিবিদ্ধ হন।]
I was numb with shock as I got into the car.[একটি আকস্মিক আঘাতে বিমর্ষ হয়ে আমি গাড়িতে উঠলাম।]
At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body.[বিরলা হাউসে গান্ধীজীর আত্মীয় এবং অনুগামীরা তার মৃতদেহের চারপাশে ভিড় করে দাঁড়িয়েছিল।]
There was silence in the room as Gandhiji breathed his last.[গান্ধীজীর শেষ নিঃশ্বাস ত্যাগ ঘরটির মধ্যে নিস্তব্ধতা নিয়ে এসেছে।]
Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind.[সমগ্র দিল্লি শহরে গান্ধীজীর মৃত্যুর খবর বাতাসের দ্বারা আগুন ছড়ানোর মতো ছড়িয়ে পড়ল।]
Sad groups of men and women had collected around Birla House.[দুঃখী নারী ও পুরুষের দল বিরলা হাউসে ভিড় জমাচ্ছিল।]
Out of every window one could see a brown blur of faces.[প্রতিটি জানালা দিয়ে বাদামী রঙের অস্পষ্ট মানুষের মুখের ভিড় দেখা যাচ্ছিল।]
They did not make a sound.[তারা কোন শব্দ করছিল না।]
There was an unnatural silence.[সেখানে এক অস্বাভাবিক নিরবতা বিরাজ করছিল।]
It was as if time stood still for those few minutes.[মনে হচ্ছিল যেন কয়েক মিনিটের জন্য সময় থমকে গেছে।]
The people were too stunned to speak in the beginning.[প্রথমদিকে মানুষ এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে কথা বলতে পারছিল না।]
Later they clamoured wildly, shouting and crying.[তারপর তারা চিৎকার করতে শুরু করলো আর কাদতে লাগলো।]
They jostled one another in a stampede to break into the house.[তারা বাড়িতে ঢোকার জন্য হুড়োহুড়ি করে একে অপরকে ঠেলাঠেলি করছিল।]
They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral.[তারা শান্ত হয়েছিল যখন ঘোষণা করা হলো অন্তেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে।]
When one is faced with the shock of a loved one's death, one whimpers:[মানুষ যখন ভালোবাসার কোন লোকের মৃত্যুজনিত শোকের মুখোমুখি হয়, গুঙিয়ে ওঠে।]
"What will become of me now that he has left me?"["তিনি তো আমায় ছেড়ে চলে গেলেন এখন আমার কি হবে?"]
This was surely the question uppermost in the mind of the mourning people.[শোকার্ত মানুষ গুলোর মাথায় নিশ্চয়ই এই প্রশ্নটিই ঘুরছিল।]
They looked like lost children.[তাদের হারিয়ে যাওয়ার শিশুদের মত দেখাচ্ছিল।]
It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving.[এই একই প্রশ্ন আমাদের অনেকের হৃদয়েও ছিল, যারা তখনও মর্মাহত অবস্থায় বসে ছিলাম আর বিশ্বাস করতে পারছিলাম না।]
We listened to the broadcast telling the people of India that their Bapu was no more.[আমরা রেডিওয় ঘোষনা শুনলাম ভারতবাসীকে বলা হচ্ছে যে তাদের বাপু আর নেই।]
Word meaning in Bengali:
urgent - জরুরী; had been shot - গুলি করা হয়েছিল; prayer meeting - প্রার্থনা সভা; numb - অসাড়; shock - আঘাত; followers - অনুগামী; had gathered - জড়ো হয়েছিল; silence - নীরবতা; breathed his last - তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন; had spread - ছড়িয়ে পড়েছিল; flame fanned by wind - দ্রুত ছড়িয়ে পড়েছিল; had collected - জড়ো হয়েছিল; brown blur of faces - অস্পষ্ট বাদামী রঙের মানুষের মুখ; unnatural - অস্বাভাবিক; stood still - নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল; were stunned - হতভম্ব হয়ে গিয়েছিল; clamoured - ক্রমাগত উচ্চ কলরব; wildly - পাগলের মত; shouting - আওয়াজ করে কান্না করা; jostled - ধাক্কা দিয়েছিল; stampede - হঠাৎ হুড়হুড়ি করা; break into - জোরকরে প্রবেশ করা; calmed - শান্ত হয়েছিল; was announced - ঘোষণা করা হয়েছিল; would be allowed - অনুমতি দেওয়া হবে; funeral - শেষকৃত্য; whimpers - ফুপিয়ে কান্না করা; surely - নিশ্চিতভাবে; uppermost - সবকিছুর ওপরে; mourning - শোকাহত; shocked - আহত/ মর্মাহত; unbelieving - অবিশ্বাস্য; listened - শুনলাম; broadcast - দূরদর্শনে ঘোষণা;
The Passing Away of Bapu question answer
Comprehension exercises
1. Choose the correct alternative to complete the following sentences:
(a) Gandhiji had been shot on his way to
(i) the Birla House
(ii) the author's house
(iii) a prayer meeting
(iv) a family gathering
(b) The author came to know of Gandhiji's death by
(i) a letter
(ii) a telephone call
(iii) a telegram
(iv) a public broadcast
(c) When one is faced with the shock of a loved one's death, one
(i) whimpers
(ii) laughs
(iii) claps
(iv) shouts
2. Fill in the chart with information from the text:
1 | 2 |
---|---|
(a) date on which Gandhiji was shot dead | 30th January, 1948. |
(b) place where Gandhiji breathed his last | At the Birla House |
(c) information given by the broadcast | their Bapu was no more. |
3. State whether the following statements are True or False. Provide sentences/ phrases/words in support of your answer:
(a) The author received an urgent telephone call in the morning.[False]
Supporting statement: I was having tea at home on the evening of 30th January, 1948, when I was called to Birla house by an urgent telephone.
(b) People attempted to break into the Birla House. [True]
Supporting statement:They jostled one another in a stampede to break into the house.
(c) The news of Gandhiji's death did not shock the people.[False]
Supporting statement: The people were too stunned to speak.