ভারতের নগরায়ণের প্রধান সমস্যা

 ভারতের নগরায়ণের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।

         ভারত একটি প্রাচীন দেশ। ভারতের সভ্যতাও অতি প্রাচীন। সভ্যতার অগ্রগতির সাথে সাথে ভারতে বহু জনপদ গড়ে উঠেছে। অর্থাৎ ভারতের নগরায়ণ প্রক্রিয়া বহুদিন ধরেই শুরু হয়েছে। 2011 সালের আদমসুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা 53 । তবে ভারতের নগরায়ণের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায়। যেমন-


(i) অপরিকল্পিত নগরায়ণ : 

          ভারতের নগরায়ণ প্রক্রিয়া অতি প্রাচীন হলেও নগরায়ণের পরিকল্পনার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়নের অভাব দেখা যায়। যে সময়ে একটি নগর ধীরে ধীরে বিকাশ লাভ ঘটেছে কেবলমাত্র সেই সময়ের চাহিদার কথা ভেবেই নগর পরিকল্পনার রূপায়ণ দেখা যায় এবং ভবিষ্যৎ পরিকল্পনার অনুপস্থিতি লক্ষ্য করা যায়। ফলতঃ পরবর্তী সময়ে ঐ সকল নগরগুলির কাঠামোগত ও কর্মগত বিকাশের পর্যায়ে প্রভূত অসুবিধা লক্ষ্য করা গেছে।


(ii) জনসংখ্যার দ্রুত বৃদ্ধি : 

             ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কাম্য পরিমাণের তুলনায় বেশী। 2001 থেকে 2011 র মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 17% । ভারতে জনসংখ্যা বণ্টনের ক্ষেত্রে অসম প্রকৃতির বিন্যাস দেখা যায়। একদিকে অতিরিক্ত হারে জনসংখ্যা বৃদ্ধি এবং তার সাথে শহরকেন্দ্রিকভাবে মানুষের বসবাসের প্রবণতা এই দুইয়ের মিলিত প্রভাবে ভারতের নগরগুলিতে জনসংখ্যার প্রবল চাপ লক্ষ্য করা যায়। গ্রাম থেকে শহরমুখী পরিব্রাজন এক্ষেত্রে অন্যতম ভূমিকা নেয়।


(iii) বাসস্থানের অভাব : 

           অতিরিক্ত জনসংখ্যার চাপের জন্য ভারতের নগরগুলিতে সমস্ত মানুষকে সুষ্ঠু ও সুস্থভাবে বাসস্থানের বন্দোবস্ত করা সম্ভব হয় না। শহরের বস্তিগুলিতে বহুলোকের বসবাস দেখা যায়। এছাড়া ভারতের বড় বড় শহরের রাস্তায়, ফুটপাতে, স্টেশনে বহু লোকের অস্থায়ীভাবে বসবাস লক্ষ্য করা যায়।

 


(iv) দূষণজনিত সমস্যা : 

             ভারতের নগরায়ণের অন্যতম একটি সমস্যা হল পরিবেশ দূষণ। জনসংখ্যার অতিরিক্ত চাপের কারণে বাসস্থানের ঘনত্ব বৃদ্ধি পায় এবং জমির অন্যান্য ব্যবহারের পরিমাণ কমে যায়। এই পরিস্থিতিতে নিকাশি ও পয়ঃপ্রণালী অসুবিধা দেখা যায়। বহু মানুষ ভারতের নগরগুলিতে অস্থায়ীভাবে বসবাস করে, ফলে তাদের ব্যবহৃত জঞ্জাল, নোংরা ইত্যাদি যেখানে সেখানে ফেলে পরিবেশকে দূষিত করে। এই দূষণ থেকে ম্যালেরিয়া, ডেঙ্গু ও বিভিন্ন সংক্রামক রোগ সৃষ্টি হয়। এছাড়া অতিরিক্ত জনসংখ্যার চাপ জলদূষণ, বায়ুদূষণও সৃষ্টি করে।


(v) পরিবহনের সমস্যা : 

          ভারতে নগরায়ণের অন্যতম আরেকটি সমস্যা হল পরিবহনের সমস্যা। নগরায়ণের দ্রুত বৃদ্ধির ফলে আবাসজমির বৃদ্ধি ঘটেছে, তুলনায় পরিবহন পথের বিকাশলাভ সেই অনুপাতে সম্ভব হয়নি। আবার জনপরিবহনের তুলনায় ব্যক্তিগত আর্থিক সুবিধাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত পরিবহন ব্যবস্থার বৃদ্ধি অনেক বেশী হয়েছে। এর ফলে যানবাহনের ঘনত্ব বৃদ্ধি পেলেও জনগণের প্রয়োজনে যানের সুষম বণ্টন ও ব্যবহার সম্ভব হয়নি। প্রচলিত সড়কপথের বিকল্প হিসেবে মেট্রো রেল, জলপরিবহন ও অন্যান্য পরিবহন ব্যবস্থাও বিশেষ বিকাশলাভ করেনি।


           ভারতের নগরায়ণের ক্ষেত্রে এই সকল সমস্যাগুলি ভারতের মানব উন্নয়ন সূচককেও ঋণাত্মকভাবে প্রভাবিত করে। তাছাড়া নগরায়ণের সমস্যাজনিত কারণ ভারতের আর্থিক অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়।


Next Post Previous Post
1 Comments
  • Sirajul Islam Khan
    Sirajul Islam Khan ১৮ মে, ২০২৪ এ ১২:৩২ PM

    well done

Add Comment
comment url