ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার একটি সমাধান করেছিল?

 ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার একটি সমাধান করেছিল?


       স্বাধীনতার প্রাক্কালে ভারতীয় উপমহাদেশে পাঁচশতাধিকের বেশি দেশীয় রাজ্যের আওতায় থাকা ভূখণ্ডের পরিমাণ ছিল প্রায় ৪৮% এবং মোট জনসংখ্যার প্রায় ২০%। স্বাভাবিকভাবে ভারতের অখন্ডতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থে দেশীয় রাজ্যগুলিকে ভারতে অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল।

          সর্দার বল্লভভাই প্যাটেল ১৯৪৭ খ্রিষ্টাব্দে জুন মাসে রাজ্যদপ্তর (State Department) গঠন করেন, তাকে এ ব্যাপারে সাহায্য করেছিলেন স্বরাষ্ট্রসচিব ডি.পি. মেনন। সর্দার প্যাটেল দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন দেশীয় রাজ্যগুলি যেন তাদের বৈদেশিক কার্যকলাপ, প্রতিরক্ষা ক্ষমতা ও পরিবহন দায়িত্ব ভারতের হাতে তুলে দেয়। তিনি ৫ ই আগস্টের মধ্যে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নে যুক্ত হতে অনুরোধ করেন।


        বলাবাহুল্য ভারত স্বাধীন হবার তিন সপ্তাহের মধ্যে কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় সহ হাতে গোনা কয়েকটি দেশীয় রাজ্য ব্যতিরেকে প্রায় সমস্ত দেশীয় রাজ্য ভাতা, খেতাব ও অন্যান্য সুযোগসুবিধার বিনিময়ে 'Instrument & Accession' নামে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে। অবশেষে ১৯৪৭ খ্রিস্টাব্দ থেকে ১৯৬১ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদের মতো দেশীয় রাজ্য পর্তুগীজ ও ফরাসি অধিকৃত অঞ্চলগুলি ভারতভুক্ত হয়েছিল।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url