বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনস-এর ভূমিকা

 বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনস-এর ভূমিকা বিশ্লেষণ কর।

        ‘বাংলা মুদ্রণ শিল্পের জনক' হলেন চার্লস উইলকিনস, তিনি বিলেত থেকে বাংলা অক্ষর তৈরির কৌশল রপ্ত করেন। উইলকিনসই প্রথম ধাতু নির্মিত সঞ্চলনযোগ্য (moveable) বাংলা হরফ এর সৃষ্টিকর্তা।

       কোম্পানি সরকার রাজ্যশাসন ও বাণিজ্যের প্রয়োজনে হ্যালহেড রচিত বাংলা ব্যাকরণটি ছাপানোর প্রয়োজন উপলব্ধি করলে, তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই কাজটি সম্পন্ন করার জন্য সিভিলিয়ান এবং বিশিষ্ট বাংলা ও সংস্কৃত পণ্ডিত চার্লস উইলকিনসকে দায়িত্ব দেন।

        চার্লস উইলকিনস অত্যন্ত দক্ষতার সঙ্গে পঞ্চানন কর্মকার এর সাহায্য নিয়ে ছেনি কাটা বাংলা হরফ তৈরি করে আনড্রুজের ছাপাখানা থেকে ১৭৭৮ খ্রিঃ ‘গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' বার করেন। উইলকিনস-এর দক্ষতা ও নিপুণতায় বাংলা ভাষায় প্রথম বই প্রকাশিত হয়।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url