বাংলায় ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা
বাংলায় ছাপাখানা বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের ভূমিকা বিশ্লেষণ কর।
গঙ্গাকিশোর ভট্টাচার্য্য ছিলেন প্রথম বাঙালি প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং চিত্র মুদ্রাকর। তিনি কর্মজীবন শুরু করেছিলেন শ্রীরামপুর মিশনের ছাপাখানায় কম্পোজিটর হিসেবে, তারপর কলকাতার ফেরিস কোম্পানির মুদ্রাকর হিসেবে যোগদিয়ে প্রকাশ করেন ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল' গ্রন্থটি, ১৮১৪ খ্রিস্টাব্দে যার ছাপার কাজ শুরু হয়েছিল, সম্পূর্ণ হয়েছিল ১৮১৬ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থ বাংলা ভাষার প্রথম সচিত্র গ্রন্থ। বইটিতে ছ'খানা ছবি আছে যা খোদাই করেছিলেন রামচাঁদ রায়। অন্নদামঙ্গল ছাড়াও গঙ্গাকিশোর ‘দায়ভাগ’, ‘চিকিৎসার্ণব’,‘শ্রীভগবদগীতা’, ‘চানক্যশ্লোক' ইত্যাদি অনেক গ্রন্থ প্রকাশ করেন।
গঙ্গাকিশোর পুস্তক বিক্রেতা হিসেবে সফল হওয়ার পর তিনি বন্ধু হরচন্দ্র রায়ের সহযোগিতায় ১৮১৮ খ্রিস্টাব্দে কলকাতার চোরবাগানে 'বাঙলা গেজেটি যন্ত্রালয় স্থাপন করেন এবং এই প্রকাশনা সংস্থা থেকে প্রকাশ করেন 'বাঙাল গেজেটি' নামে সাপ্তাহিক বাংলা পত্রিকা। হরচন্দ্রের সঙ্গে মনমালিন্যের দরুণ গঙ্গাকিশোর তার মুদ্রন যন্ত্রটি তার নিজের গ্রাম বর্ধমান জেলার ‘বহড়া' গ্রামে নিয়ে যান এবং সেখান থেকে তিনি বই ছাপতেন, সেইসব বইতে প্রেসের নাম থাকতো 'বাঙালা যন্ত্র'।