বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?

 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?


        ১৯০৫ খ্রি: ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশি ও বয়কট আন্দোলন শুরু হলে শ্রমিক শ্রেণি এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ১৯০৫ খ্রি: ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন শ্রমিকেরা প্রতিবাদ মিছিল ও জমায়েতে যোগ দেয়। প্রভাতকুসুম রায়চৌধুরী, প্রেমতোষ বসু, অপূর্বকুমার ঘোষ, অশ্বিনীকুমার বন্দোপাধ্যায় প্রমুখ শ্রমিক নেতার উদ্যোগে বিভিন্ন কলকারখানায় ধর্মঘট ও হরতাল পালিত হয়। সরকারি ছাপাখানা, চটকল, রেলওয়ে, ট্রাম প্রভৃতিতে শ্রমিক আন্দোলন অতি সক্রিয় হয়ে ওঠে। কলকাতার ট্রাম কোম্পানি, হাওড়ার বার্ণ কোম্পানি, জামালপুর রেল ওয়ার্কশপ, বাউরিয়া জুটমিল, বজবজের ক্লাইভ জুটমিল প্রভৃতিতে শ্রমিকরা ধর্মঘট করে। কলকাতা পুরসভার ২০০০ কুলি ও মেথরও ধর্মঘটে সামিল হয়। তামিলনাড়ুর তুতিকোরিন বস্ত্র কারখানা, বোম্বাই ও রাওয়াল পিন্ডির অস্ত্র কারখানা ও রেলওয়ে ওয়ার্কশপে শ্রমিকরা ধর্মঘট করে। ১৯০৬ খ্রি: East India Railway'-র শ্রমিকরা "Railway Mens' Union" প্রতিষ্ঠা করে উন্নত বেতন ও বাসস্থানের দাবিতে ধর্মঘট করেন।


         বোম্বাইতে বাল গঙ্গাধর তিলক শ্রমিক আন্দোলনের ওপর গভীর প্রভাব বিস্তার করেন। ১৯০৮ খ্রি: তাকে গ্রেপ্তার করা হলে শ্রমিকরা ধর্মঘট করে। বোম্বাইতে পুলিশ ও সেনার গুলিতে ১৬ জন শ্রমিক নিহত হয়েছিল। এরপর থেকে গণ আন্দোলন ক্রমে দুর্বল হয়ে পড়লে শ্রমিক আন্দোলনও স্তিমিত হয়ে পড়ে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন