ওয়াদি কাকে বলে

ওয়াদি শব্দের অর্থ কি ?

     'wadi' একটি আরবীয় শব্দ যার অর্থ হল 'valley' বা উপত্যকা।



ওয়াদি কি ? অথবা, ওয়াদি কাকে বলে ?

      মরুভূমিতে অবস্থিত শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। এর মধ্য দিয়ে কোন স্থায়ী নদী প্রবাহিত হয় না। থর মরুভুমিতে ওয়াদিকে নালা বলে।


ওয়াদির বৈশিষ্ট্য

(i) ওয়াদি হল মরুভূমির শুষ্ক নদীখাত।

(ii) এগুলি আকারে ছোট।

(iii) খাতের তলদেশে জল বাহিত পলির স্তর দেখা যায়।


ওয়াদি কিভাবে সৃষ্টি হয়

মরু অঞ্চলে ভূমিরূপ গঠনে বায়ু প্রধান ভূমিকা গ্রহণ করলেও জলধারা ওয়াদি সৃষ্টিতে সাহায্য করে। মরুপ্রায় অঞ্চলের যে সকল স্থানে বাৎসরিক গড় বৃষ্টিপাত 25 থেকে 48 সেন্টিমিটার সেই সকল স্থানে জলধারার কার্য লক্ষ্য করা যায়। এই অঞ্চলে বৃষ্টিপাত অল্প হলেও যখন হয় তখন প্রবল ভাবে হয়। ক্ষণস্থায়ী প্রবল বৃষ্টিপাত এর ফলে এই অঞ্চলে গতিসম্পন্ন জলধারার সৃষ্টি হয়। আলগা শিলাস্তরের মধ্য দিয়ে জলধারা প্রবাহিত হওয়ার সময় খাতের সৃষ্টি করে, যা ওয়াদি নামে পরিচিত। খাতের মধ্যের জল অল্প দিনের মধ্যে শুকিয়ে যায় এবং নুড়ি, বালি, পলি খাতের তলদেশে সঞ্চিত হয়।


ওয়াদির উদাহরণ

আরবে 'রাব আল খালি' মরুভূমিতে ওয়াদির অবস্থান দেখা যায়।


মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে ?
     উ: মরু অঞ্চলের শুষ্ক নদীখাত কে ওয়াদি বলে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url