ভারতের শিল্প SAQ // Indian Industries SAQ
ভারতের শিল্প SAQ
1. শিল্প কাকে বলে?
উঃ কোন দ্রব্য কে আরো উন্নত দ্রব্যে পরিণত করাকে শিল্প বলে।
2. বিশুদ্ধ কাঁচামাল কি?
উঃ যেসব দ্রব্যকে শিল্পজাত দ্রব্য পরিণত করা হলে তাদের ওজন কমে না তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন- তুলা থেকে সুতা, কাপড় তৈরি। এই শিল্পের পণ্য সূচক এক অথবা একের কম।
3. বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পকে কি বলে?
উঃ শিকড় আলগা শিল্প এই ধরনের শিল্প যেকোন স্থানে গড়ে উঠতে পারে। যেমন- কার্পাস বয়ন শিল্প।
4. অবিশুদ্ধ কাঁচামাল কি?
উঃ যেসব দ্রব্যকে শিল্পজাত দ্রব্য পরিণত করা হলে তাদের ওজন কমে যায়, তাদের অবিশুদ্ধ কাঁচামাল বলে।
যেমন- লৌহ ইস্পাত শিল্প। যে পরিমাণ আকরিক লোহা ইস্পাত শিল্পে ব্যবহার করা হয় তার থেকে কম পরিমাণ ইস্পাত তৈরি হয়। এই শিল্পের পণ্য সূচক সবসময় একের বেশি হবে।
5. অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কোথায় গড়ে ওঠে?
উঃ কাঁচামালের উৎস অঞ্চলে গড়ে ওঠে।
6. বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কোথায় গড়ে ওঠে?
উঃ যেকোনো স্থানে গড়ে উঠতে পারে।
7. পণ্য সূচক কি?
শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে পণ্য সূচক বলে।
পণ্য সূচক = (শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন ÷ উৎপাদিত দ্রব্যের ওজন)
8. কোন শিল্পের পণ্য সূচক একের কম অথবা এক?
উঃ কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প।
9. কোন শিল্পের পণ্য সূচক এক অপেক্ষা বেশি?
উঃ লৌহ ইস্পাত শিল্প, পেট্রোরসায়ন শিল্প।
10. একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখ।
উঃ কাগজ শিল্প, দেশ্লাই শিল্প, প্লাইউড শিল্প।
11. কয়েকটি কৃষিভিত্তিক শিল্পের নাম লেখ।
উঃ চা, পাট, কার্পাস বয়ন শিল্প।
12. কয়েকটি খনিজ ভিত্তিক শিল্পের নাম লেখ।
উঃ অ্যালুমিনিয়াম শিল্প, তামা শিল্প, লৌহ-ইস্পাত শিল্প।
13. কয়েকটি শিল্প সম্পদ ভিত্তিক শিল্পের নাম লেখ।
উঃ ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প, পেট্রোরসায়ন শিল্প।
লৌহ ইস্পাত শিল্প
ক) ভারতের প্রধান প্রধান লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রগুলির নাম।
A. পশ্চিমবঙ্গ
1. দুর্গাপুর (দুর্গাপুর স্টিল প্লান্ট): কিছু গুরুত্বপূর্ণ তথ্য
➥SAIL এর অধীন
➥বর্ধমান জেলার দামোদর নদীর তীরে অবস্থিত
➥১৯৬০ সালে বৃটেনের ISCON এর সহযোগিতায় গড়ে ওঠে।
➥দুর্গাপুরকে ভারতের রূঢ় বলে। এখানে সংকর ইস্পাত উৎপাদিত হয়।
2. বার্নপুর ও কুলটি: কিছু গুরুত্বপূর্ণ তথ্য
➥এটি ভারতের প্রাচীনতম লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্র (1874)।
➥বর্ধমান জেলায় অবস্থিত বরাকর আয়রন কোম্পানি স্থাপন করেন।
B. ঝাড়খন্ড
1. বোকারো (BSL): কিছু গুরুত্বপূর্ণ তথ্য
➥SAIL এর অধীনে
➥ঝাড়খণ্ডের ধানবাদ জেলার দামোদর ও বোকারো নদীর মিলনস্থলে অবস্থিত।
➥রাশিয়ার সহায়তায় 1972 সালে গড়ে ওঠে।
➥বোকারো কয়লা খনি থেকে কয়লা সংগ্রহ করে।
2. জামশেদপুর (টাটা আয়রন এন্ড ষ্টীল কোম্পানি, TISCO): কিছু গুরুত্বপূর্ণ তথ্য
➥ঝাড়খণ্ডের সিংভূম জেলা সুবর্ণরেখা এবং খরকাই নদীর সংযোগস্থলে গড়ে ওঠে।
➥এটি ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ-ইস্পাত শিল্প।
➥স্থাপিত হয়েছিল 1907 সালে। স্যার জামসেদজী টাটা স্থাপন করেছিলেন।
C. ছত্রিশগড়
1. ভিলাই (ভিলাই স্টিল প্লান্ট): কিছু গুরুত্বপূর্ণ তথ্য
➥SAIL এর অধীন।
➥ছত্রিশগড় রাজ্যের দূর্গ জেলায় রাশিয়ার সহযোগিতায় 1960 সালে গড়ে ওঠে।
➥দাল্লিরাজহারা ও বায়লাডিলার আকরিক লোহা ব্যবহার করা হয়।
➥টেন্ডুলা জলাধরের জল ব্যবহার করে।
➥ভারতের বৃহত্তম ও এশিয়ার তৃতীয় বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র।
D. উড়িষ্যা
1. রৌরকেল্লা (হিন্দুস্তান স্টিল লিমিটেড-HSL): কিছু গুরুত্বপূর্ণ তথ্য
➥SAIL এর অধীন 1956 সালে স্থাপিত হয়।
➥জার্মানির ক্রপস-ডেমাগ কোম্পানির সহযোগিতায় 1956 সালে স্থাপিত হয়।
➥উড়িষ্যা সুন্দরগড় জেলায় ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত।
➥হিরাকুঁদ প্রকল্পের জলবিদ্যুৎ ব্যবহার করা হয়।
➥ব্রাহ্মণী ও কোয়েল নদীর জলাধারের জল ব্যবহার করে।
2. দ্বৈতারি স্টিল প্লান্ট:
E. অন্ধ্রপ্রদেশ
1. বিশাখাপত্তনম ( বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট-VSP): কিছু গুরুত্বপূর্ণ তথ্য
➥SAIL এর অধীন
➥সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় 1970 সালে গড়ে ওঠে।
➥এখানে ভারতের বৃহত্তম ব্লাস্ট ফার্নেস অবস্থিত।
➥ভারতের একমাত্র সমুদ্র উপকূলবর্তী লৌহ ইস্পাত কেন্দ্র।
➥তুঙ্গভদ্রা প্রকল্পের জলাধারের জল ব্যবহার করে।
F. কর্ণাটক
1. ভদ্রাবতী (বিশ্বেশ্বরায়া আয়রন এন্ড স্টিল লিমিটেড): কিছু গুরুত্বপূর্ণ তথ্য
➥1923 সালে স্থাপিত।
➥ভদ্রাবতী নদীর তীরে অবস্থিত।
➥কাঠ কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
➥তুঙ্গভদ্রা প্রকল্পের জলবিদ্যুৎ ব্যবহার হয়।
2. বিজয়নগর স্টিল প্লান্ট:
G. তামিলনাড়ু
1. সালেম
➥ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা।
১. ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় গড়ে ওঠে?
উঃ আর্কটের পোর্টোনোভোতে (তামিলনাড়ু)।1830 সালে।
২. ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোনটি?
উঃ সালেম।
৩. SAIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ কলকাতায়।
৪. SAIL কবে স্থাপিত হয়েছিল?
উঃ 1973 সালে।
৫. SAIL এর পুরো নাম কি?
উঃ Steel authority of India limited.
কার্পাস বয়ন শিল্প
1. ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি?
➤ কার্পাস বয়ন শিল্প।
2. ভারতের মোট কৃষিজাত দ্রব্যের কত শতাংশ কার্পাস বয়ন শিল্প থেকে আসে?
➤ 25% ।
3. ভারত সুতো উৎপাদনে পৃথিবীতে কত?
➤ দ্বিতীয় ।
4. সুতি বস্ত্র উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত?
➤ প্রথম ।
5. কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল গুলি কি কি?
➤ তুলো, জল, কস্টিক সোডা (NaOH), রং।
6. ভারতের সবচেয়ে বেশি বয়ন শিল্প কেন্দ্র কোথায় রয়েছে?
➤ তামিলনাড়ু।
7. ভারতের কোন স্থানে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের অধিক সমাবেশ ঘটেছে?
➤ মুম্বাই এবং আমেদাবাদ অঞ্চল।
8. ভারতের ম্যানচেস্টার কাকে বলে?
➤ আমেদাবাদকে ( গুজরাট) ।
9. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে?
➤ কোয়েম্বাটুর (তামিলনাড়ু) ।
10. উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে?
➤ কানপুর (উত্তরপ্রদেশ) ।
11. দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র কোনটি?
➤ কোয়েম্বাটুর।
12. ভারতের কোথায় প্রথম বস্ত্রশিল্প স্থাপিত হয়?
➤ 1851 সালে ( মুম্বাইয়ে )।
13. বস্ত্র রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত?
➤ দ্বিতীয় ।
14. ভারতের প্রথম কার্পাস শিল্পকেন্দ্র (সুতো কল) কোথায় গড়ে ওঠে?
➤ হাওড়া ঘুসুড়িতে, 1818 সালে ।
15. ভারতের বয়ন শিল্পের রাজধানী কাকে বলে?
➤ মুম্বাইকে ।
16. পশ্চিমবঙ্গের বাজার নির্ভর কার্পাস বয়ন শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত?
➤ হাওড়া।
ইঞ্জিনিয়ারিং বা পূর্ত শিল্প
1. ইঞ্জিনিয়ারিং শিল্প কি?
➤ বিভিন্ন রকম ধাতু ব্যবহার করে যন্ত্রপাতি ও কলকব্জা তৈরি করাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে।
2. ভারতের বিভিন্ন হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র:
➥ National instruments limited-যাদবপুর
➥ Hindustan machine tools বা HMT-বেঙ্গালুরু শ্রীনগর হায়দ্রাবাদ।
➥ Bharat electronics limited (BEL)-বেঙ্গালুরু।
3. ভারতের সবচেয়ে বেশি হালকা ইলেকট্রনিক যন্ত্রপাতি কোথায় তৈরি হয়?
➤ বেঙ্গালুরু (প্রায় 60 শতাংশ)।
ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প
4. বস্ত্র শিল্পের যন্ত্রপাতি কোথায় তৈরি হয়?
➤ টেক্সম্যাকোতে বস্ত্র শিল্পের যন্ত্রপাতি তৈরি হয়। বেলঘড়িয়াতে অবস্থিত।
5. জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
➥ হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড - বিশাখাপত্তনম ভারতের বৃহত্তম।
➥গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড - কলকাতা।
➥কোচি শিপইয়ার্ড লিমিটেড- কেরল।
6. খনির যন্ত্রপাতি কোথায় নির্মাণ হয়?
➤ পশ্চিমবঙ্গের দুর্গাপুর।
7. বিমানপোত নির্মাণ শিল্প কোথায় গড়ে উঠেছে?
➥ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড - বেঙ্গালুরু, ভারতের বৃহত্তম
➥ জঙ্গি বিমান নির্মাণ কেন্দ্র আছে কোরাপুট (ওড়িশা), নাসিক (মহারাষ্ট্র), কানপুর (উত্তরপ্রদেশ)।
➥ মিগ বিমান নির্মাণ কেন্দ্র- হায়দ্রাবাদ।
8. রেলইঞ্জিন শিল্প কোথায় গড়ে উঠেছে?
➥ ডিজেল ও বৈদ্যুতিন রেল ইঞ্জিন - চিত্তরঞ্জন, পশ্চিমবঙ্গ।
➥ ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র - বারানসি, উত্তর প্রদেশ।
➥ বৈদ্যুতিক এবং শান্টিং কেন্দ্র - জামশেদপুর, ঝাড়খন্ড।
9. রেলের বগি বা কোচ (যাত্রীবাহী কামরা) নির্মাণ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
➥পেরাম্বুর- তামিলনাড়ু
➥ ভারত আর্থ মুভার্স লিমিটেড- ব্যাঙ্গালোর
➥ জেসপ- কলকাতা (দমদম)।
10. রেল ওয়াগন (মালগাড়ির বগি) নির্মাণ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
➥ জেসপ- দমদম
➥ ভরত ওয়াগন- রাজস্থানের ভরতপুর।
11. কয়লা খনির যন্ত্রপাতি কোথায় নির্মাণ হয়?
➤ দুর্গাপুর জামশেদপুর।
12. কৃষি যন্ত্রপাতি কোথায় নির্মাণ হয়?
➤ কলকাতা, ফরিদাবাদ, ভালোদোরা।
পেট্রোরসায়ন শিল্প
1. ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কারখানা কোথায় স্থাপিত হয়?
➤ মহারাষ্ট্রের ট্রম্বে। 1966 সালে।
2. আধুনিক শিল্প কাকে বলে?
➤ পেট্রোরসায়ন শিল্পকে।
3. পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি?
➤ ন্যাপথা।
4. পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল গুলির নাম লেখ।
➤ প্রোপেন, বিউটেন, মিথেন, ইথেন, প্রপাইলিন।
5. ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গুলি কি কি?
➥ মহারাষ্ট্র রাজ্য- ট্রমবে, থানে, চেম্বুর, বেলাপুর।
➥ গুজরাট রাজ্য- জামনগর (ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, বেসরকারি) বরোদা, কয়ালি, হাজিরা, গান্ধার।
➥ কর্ণাটক রাজ্য- ম্যাঙ্গালোর।
➥ পশ্চিমবঙ্গ রাজ্য- হলদিয়া।
➥ অসম রাজ্য- বঙ্গাইগাও।
➥ উত্তর প্রদেশ রাজ্য- আউরিয়া।
➥ হরিয়ানা রাজ্য- পানিপথ।
➥ তামিলনাড়ুর রাজ্য- তুতিকোরিন, চেন্নাই।
6. ভারতের বৃহত্তম সরকারি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কোনটি?
➤ ভাদোদরা (গুজরাট)।
7. আধুনিক শিল্প দানব কাকে বলে?
➤ পেট্রোরসায়ন শিল্পকে।
8. উদীয়মান শিল্প কাকে বলে?
➤ পেট্রোরসায়ন শিল্পকে।
9. কানে (1960) এবং হেনরি কমিটি (1964) গঠন করা হয় কি উদ্দেশ্যে?
➤ পেট্রোরসায়ন শিল্পের উন্নতির জন্য।
মোটর গাড়ি নির্মাণ শিল্প
1. মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোথায় গড়ে উঠেছে?
➤ মহারাষ্ট্রের নাসিক, কান্ডিভালি।
2. মারুটি সুজুকি কোথায় গড়ে উঠেছে?
➤ হরিয়ানার গুরগাঁও।
3. ফোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোথায় গড়ে উঠেছে?
➤ তামিলনাড়ুর মারাইমালাই।
4. বাজাজ অটো কোথায় গড়ে উঠেছে?
➤ মহারাষ্ট্রের চাকান।
5. অশোক লেল্যান্ড কোথায় গড়ে উঠেছে?
➤ চেন্নাই।
6. ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি?
➤ হরিয়ানার গুরগাঁও।
7. ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ সংস্থার নাম কি?
➤ টাটা মোটরস।
8. ভারতের ডেট্রয়েট কাকে বলে?
➤ চেন্নাইকে।
তথ্যপ্রযুক্তি শিল্প
1. TCS এর পুরো নাম কি?
➤ Tata consultancy services.
2. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে?
➤ বেঙ্গালুরুকে।
3. তথ্যপ্রযুক্তির রাজধানী কাকে বলে?
➤ বেঙ্গালুরু কে।
4. IIT এর পুরো নাম কি?
➤ Indian institute of technology.
5. ভারতবর্ষের নব্য শিল্পনীতি চালু হয় কত সালে?
➤ 1991 সালে।
6. ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি কেন্দ্র কোথায় কাকে বলে?
➤ বেঙ্গালুরুকে।
7. ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?
➤ চেন্নাই।
8. কলকাতার তথ্যপ্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?
➤ সল্টলেক।
9. IT কথাটির অর্থ কি?
➤ Information technology.