লোয়েস কি ?

  লোয়েস কি ? বা লোয়েস কী? বা লোয়েস এর সংজ্ঞা দাও। বা লোয়েস কাকে বলে?

মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলের হলুদ বা ধূসর বর্ণের ক্যালসিয়াম কার্বনেট, কোয়ার্টজ, ফেলসপার, ডলোমাইট, ক্যালসাইট সমৃদ্ধ অতি সূক্ষ্ম শিথিল পলি কণাকে লোয়েস বলে। লোয়েস কে যুক্তরাষ্ট্রে অ্যাডোবে; জার্মানি ফ্রান্স ও বেলজিয়ামে লিমন বলে।


লোয়েস কথার অর্থ কি ?

'LOESS' একটি জার্মান শব্দ 'LOSS'থেকে এসেছে, যার অর্থ 'FINE LOAM' বা সূক্ষ্ম পলি; আসলে লোয়েস শব্দের অর্থ স্থানচ্যুত বস্তু।


লোয়েস সমভূমি কাকে বলে ?

প্রবল বায়ু প্রবাহের প্রভাবে অতি সূক্ষ্ম বালুকণা যখন বহুদূর স্থানে বাহিত হয় এবং সঞ্চিত হয়, তখন যে ভূমিরূপ গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে।


লোয়েস সমভূমি কিভাবে গঠিত হয়? / লোয়েস সমভূমি কিভাবে সৃষ্টি হয়?

মরু বা মরুপ্রায় অঞ্চলে আবহবিকারের ফলে 20 থেকে 50 মাইক্রোমিটার ব্যাস যুক্ত পলি বা বালিকণার সৃষ্টি হয়। এই মরুভূমির উপর দিয়ে প্রবল গতিসম্পন্ন বায়ু প্রবাহিত হওয়ার সময় এই সূক্ষ্ম পলি কণাগুলি বায়ুর সঙ্গে বহুদূরে স্থানান্তরিত  হয়। বাতাসের গতিবেগ কমে গেলে পলি কণা গুলি থিতিয়ে পড়ে। দীর্ঘদিন এরকম ঘটনা চলতে থাকলে ওই অঞ্চলের ওপর সূক্ষ্ম বালি বা পলিকণা সঞ্চিত হয়ে ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত সমভূমির সৃষ্টি করে। যা লোয়েস সমভূমি নামে পরিচিত।





লোয়েস সমভূমির বৈশিষ্ট্য

(i) লোয়েস একরকম অপরিনত মৃত্তিকা।

(ii) লোয়েস মাটির পরিলেখ অসংগঠিত।


লোয়েস সমভূমি কোথায় দেখা যায়?

   উ: চীনের হোয়াংহো নদীর অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়।

চীনের কোন নদীর অববাহিকায় লোয়েস দেখা যায়?

   উ: চীনের হোয়াংহো নদীর অববাহিকায় লোয়েস দেখা যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url