জলপ্রপাত ( Waterfalls)
জলপ্রপাত ( Waterfalls)
জলপ্রপাত কাকে বলে?
নদীর প্রবাহগতির মধ্যে জলতলের প্রভেদকে জলপ্রপাত বলে। অর্থাৎ নদী তার প্রবাহপথে হঠাৎ খাড়া ঢাল বরাবর নিচে পড়লে জলপ্রপাতের সৃষ্টি হয়।
![]() |
জলপ্রপাত |
উদাহরণ : i) সরাবতী নদীর ওপর যোগ বা গেরসোপ্পা ( 247 মি.) জলপ্রপাত।
ii) ভেনেজুয়েলার কারাও-কারোনির সাল্টো অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত।
জলপ্রপাত সৃষ্টির কারণ কি?
জলপ্রপাত নিম্নলিখিত কারণে সৃষ্টি হয়। যেমন—
১. চ্যুতি –
নদীর গতিপথে হঠাৎ কোন চ্যুতির সৃষ্টি হলে খাড়া ঢালের সৃষ্টি হয়। আফ্রিকার জাম্বেসী নদীর ওপর জাম্বেসী জলপ্রপাত এইভাবে সৃষ্টি হয়েছে।
২. ঝুলন্ত উপত্যকা -
হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ঝুলন্ত উপত্যকার মধ্যে নদী প্রবাহিত হলে সৃষ্টি হয়। যোসেমতি জলপ্রপাত এইভাবে সৃষ্টি হয়েছে।
৩. লাভাপ্রবাহ-
নদীর গতিপথে কঠিন লাভাস্তর অবস্থান করলে জলতলের প্রভেদ ঘটে। ফলে জলপ্রপাত সৃষ্টি হতে পারে।
৪. মালভূমির প্রান্তভাগ—
মালভূমির প্রান্তভাগের খাড়া ঢালে জলপ্রপাত এভাবে সৃষ্টি হয়। যেমন, সুবর্ণরেখার হুজু জলপ্রপাত।
৫. ভূ-আন্দোলন—
ভূ-আন্দোলনের ফলে কোন স্থানে খাড়া ঢালের সৃষ্টি হতে পারে। এরূপ স্থানের মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাতের সৃষ্টি হয়।
৬. কঠিন ও কোমল শিলাস্তরের পাশাপাশি অবস্থান—
কঠিন ও কোমল শিলাস্তর পাশাপাশি অবস্থান করলে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়া ঢালের সৃষ্টি হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত এইভাবে সৃষ্টি হয়েছে।
৭. ভূমির পুনর্যৌবন লাভ-
ভূমির পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট নিক বিন্দুতে জলপ্রপাত গঠিত হয়। যেমন—সুবর্ণরেখা নদীর জনা ও দশম জলপ্রপাত।
ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়?
হিমবাহ অধ্যুষিত পার্বত্য অঞ্চলে প্রধান হিমবাহ উপত্যকায় বরফের পরিমাণ বেশি থাকে বলে উপত্যকাটি গভীর হয়। উপ হিমবাহ উপত্যকায় বরফের পরিমাণ কম থাকে বলে উপত্যকাটি অগভীর হয়। উপ হিমবাহ উপত্যকা এবং প্রধান হিমবাহ উপত্যকার সংযোগস্থলে ঢালের বিচ্যুতি ঘটে। উপ হিমবাহ উপত্যকাটি প্রধান হিমবাহের উপর ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয়।
পরবর্তীকালে হিমবাহ অপসারিত হলে উপ হিমবাহ উপত্যকার মধ্য দিয়ে নদী প্রধান হিমবাহ উপত্যকায় মিলিত হলে সংযোগস্থলে ঢালের বিচ্যুতি বা ঢালের পার্থক্য থাকার জন্য সেখানে জলপ্রপাত সৃষ্টি হয়।
নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয় কেন ?
পুরাতন নদী উপত্যকা এবং নতুন সৃষ্ট নদী উপত্যকা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে নিক বিন্দু বলে। নিক বিন্দুতে ঢালের বিচ্যুতি বা ঢালের পার্থক্য দেখা যায়। নতুন সৃষ্ট নদী উপত্যকাটি পুরাতন নদী উপত্যকার নিচে অবস্থান করে।
নদী প্রবাহিত হওয়ার সময় পুরাতন নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নতুন নদী উপত্যকায় প্রবেশ করার মুহূর্তে নিক বিন্দুতে ঢালের বিচ্যুতি থাকায় জলপ্রপাত সৃষ্টি করে।
জলপ্রপাতের শ্রেণীবিভাগ কর:
প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী জলপ্রপাত তিন প্রকার। যথা—
i) ক্যাটার্যাক্ট :
প্রকাণ্ড জলধারা পরপর কয়েকটি জলধারার মধ্য দিয়ে নেমে এলে তাকে ক্যাটার্যাক্ট বলে।
উদাহরণ — খাতুম থেকে আসোয়ান পর্যন্ত নীলনদে 6 টি ক্যাটারাক্ট দেখা যায়।
ii) কাসকেড :
অনেক সময় নদী ক্ষুদ্র জলপ্রপাত সৃষ্টি করে প্রবাহিত হয়, একে কাসকেড বলে।
উদাহরণ— উত্তর আয়ারল্যাণ্ডের টিয়ারস অব দ্যা গ্লেন জলপ্রপাতটি কাসকেডের উদাহরণ।
iii) র্যাপিড :
জল যখন উঁচু জায়গা থেকে ধাপে ধাপে নামে তাকে র্যাপিড বলে।
উদাহরণ— জাইরে নদীর এরূপ 11 টি র্যাপিড সৃষ্টি হয়ে একত্রে লিভিংস্টোন জলপ্রপাত সৃষ্টি করেছে।
জলপ্রপাতের পশ্চাদপসরণ হয় কেন? অথবা, জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন?
জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়। তার কারণ—
১) নদীর পার্বত্য অঞ্চলে কঠিন ও কোমল শিলার সমান্তরালে গড়ে ওঠা জলপ্রপাত খাড়াভাবে নেমে যায়।
২) কঠিন শিলার নিম্নে কোমল শিলা বুদবুদ প্রক্রিয়ায় (Cavitation) খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায়।
৩) এর ফলে কোমল শিলার উপর কঠিন শিলার ক্ষয়প্রাপ্ত অংশ বেশ কিছুদিন ঝুলে থাকার পর ভেঙে পড়ে, তখন জলপ্রপাত পিছু হঠতে থাকে এবং ক্রমশ উৎসের দিকে সরে যায়।
উদাহরণ : পৃথিবী বিখ্যাত নায়গ্রা জলপ্রপাত এভাবে 11 কিমির বেশি পথ পিছিয়ে গেছে।
কয়েকটি উল্লেখযোগ্য জলপ্রপাত:
i) পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি?
উঃ জাইরে প্রজাতন্ত্রের জাইরে নদীর বোয়ামো জলপ্রপাত (6 লক্ষ কিউসেক জল বহন করে)।
ii) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
উঃ ভেনেজুয়েলার সান্টো অ্যাঞ্জেল (উচ্চতা-979 মিটার)।
iii) পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত কোনটি?
উঃ লাওস রাষ্ট্রের খোন (KHONE) জলপ্রপাত ( 10.8 কিমি প্রশস্ত)।
iv) পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত কোনটি?
উঃ U.S.A. ও কানাডা সীমান্তে সেন্ট লরেন্স নদীর নায়গ্রা জলপ্রপাত।
v) ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
উঃ মহারাষ্ট্রের উর্মদি নদীর ভাজরাই জলপ্রপাত ( Vajrai Falls, 560 মিটার)।
vi) নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্তে সেন্ট লরেন্স নদীর ওপর নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত।
vii) ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ আফ্রিকার জিম্বাবুয়ে ও জাম্বিয়া দেশের সীমানা বরাবর প্রবাহিত জাম্বেসি নদীতে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত।
viii) উত্তর আমেরিকার বিখ্যাত জলপ্রপাত কোনটি ?
উঃ উত্তর আমেরিকার বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা, যেটি সেন্ট লরেন্স নদীতে অবস্থিত।
ix) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
উঃ দক্ষিণ ভারতের কাবেরী নদীর উপর শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত।
x) ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
উঃ মধ্যপ্রদেশের জব্বলপুরের নিকট নর্মদা নদীর ওপর ধুয়াধার জলপ্রপাত অবস্থিত।