বামাবোধিনী সভার উদ্দেশ্য কি ছিল?
ঊনবিংশ শতাব্দীতে সমাজ সংস্কার মূলক অনেক কাজ হয়েছিল। এর মধ্যে বামাবোধিনী সভা সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।
প্রতিষ্ঠাকাল:
ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নেতা কেশবচন্দ্র সেন এর অনুগামী উমেশচন্দ্র দত্ত কয়েকজন তরুণ ব্রাহ্মকে নিয়ে ১৮৬৩ খ্রিস্টাব্দে বামাবোধিনী সভাপ্রতিষ্ঠা করেছিলেন।
বামাবোধিনী সভার উদ্দেশ্য:
i. এর প্রধান উদ্দেশ্য ছিল সামাজিক কুসংস্কারের বিরোধিতা করা।
ii. বামা অর্থাৎ নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। নারী সচেতনতা বৃদ্ধি করে তাদের অধিকার ও মর্যাদা আদায়ের যোগ্য গড়ে তোলা।
iii. নারীদের সুগৃহিনী, আদর্শ পত্নী এবং সুমাতা হতে উৎসাহিত করা।
iv. বামাবোধিনী সভার মুখপত্র বামাবোধিনী পত্রিকার মাধ্যমে জনমত গড়ে তোলা।
উমেশ চন্দ্র দত্তের হাত ধরে যে বামাবোধিনী সভা গঠিত হয়েছিল তা নারীর সমাজের জাগরণের নিদর্শন সৃষ্টি করেছিল। উমেশচন্দ্র দত্ত অতীত দরিদ্র হওয়ায় ডাক্তারিতে সুযোগ পেয়েও পড়তে পারেননি। সরল জীবন যাপনের জন্য তিনি সাধু নামে পরিচিত ছিলেন।