বার্খান কি ? বার্খান কাকে বলে ?
বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে বার্খান ভূমিরূপটি আকর্ষণীয় ভূমিরূপ।
বার্খান শব্দের উৎপত্তি: 'Barkhan' একটি তুর্কি শব্দ 'Barkan' থেকে এসেছে; যার অর্থ Sand Hill বা বালি পাহাড়।
বার্খান কি ? বা বার্খান কাকে বলে?
বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় তার আড়াআড়িভাবে যেসব বালিয়াড়ি গঠিত হয় তাকে তির্যক বালিয়াড়ি বলে। যেসব তির্যক বালিয়াড়ি দেখতে অনেকটা আধখানা চাঁদের মত হয়, তাদের বার্খান বলে।
বার্খান এর বৈশিষ্ট্য লেখ
i) Bagnold-এর মতে একটি ক্ষুদ্র বালির স্তূপ হতে বার্খান সৃষ্টি হয়।
ii) বার্খান বায়ুপ্রবাহের দিক উত্তল ও বিপরীত দিক অবতল হয়।
iii) বার্খান সাধারণত অস্থায়ী (ব্যতিক্রম – মরুদ্যানে স্থায়ী)।
iv) বার্খানের অনুবাত ঢাল 30° ও প্রতিবাত ঢাল 10°-15° হয়।
v) বার্খান 5-400 মিটার জুড়ে বিস্তৃত।
vi) বার্খান 15-70 মিটার উচ্চ হয়।
vii) বার্খান মরু অঞ্চলের ল্যান্ডমার্ক হিসাবে কাজ করে।
viii) যতক্ষণ না মূল বার্খানের পিছনের অংশ বায়ুপ্রবাহের নাগালের বাইরে চলে যায় ততক্ষণ পর্যন্ত বার্খান গঠন চলতে থাকে।
বার্খান বালিয়াড়ি কিভাবে সৃষ্টি হয়
বাগনল্ডের মতে একটা ক্ষুদ্র বালির স্তূপ থেকে বার্খান এর উৎপত্তি ঘটে। এই স্তূপের প্রতিবাত ঢালে অর্থাৎ বায়ু প্রবাহের দিকের অংশ থেকে বালি স্থানান্তরিত হয়ে স্তূপের মস্তক দেশে জমা হতে থাকে। মস্তক দেশের পরবর্তী অংশে বায়ুর প্রবাহ কম থাকায় সেখানে বালির সঞ্চয় ঘটে। এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকলে বালির স্তূপের প্রতিবাত এবং অনুবাত ঢালের উচ্চতা ক্রমশ বাড়তে থাকে এবং পরবর্তীতে বার্খানের রূপ নেয়।
অনুদৈর্ঘ্য ও বার্খান বালিয়াড়ির পার্থক্য
বার্খান | অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ বালিয়াড়ি |
---|---|
১. বায়ুপ্রবাহের সঙ্গে আড়াআড়ি ভাবে সৃষ্টি হয়। | বায়ুপ্রবাহের সমান্তরালের সৃষ্টি হয়। |
২. বার্খান বালিয়াড়ি অস্থায়ী হয়। | সিফ বালিয়াড়ি স্থায়ী হয়। |
৩. বার্খান এর বিস্তার কম হয়। | এই বালিয়াড়ির বিস্তার কয়েকশো কিলোমিটার পর্যন্ত হতে পারে। |
বার্খান বালিয়াড়ি থেকে কোন বালিয়াড়ি সৃষ্টি হয় ?
উঃ অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ বালিয়াড়ি।
বার্খান এর প্রতিবাদ ঢাল কি প্রকৃতির?
উঃ বার্খান এর প্রতিবাত ঢাল মৃদু ঢাল যুক্ত বা উত্তল প্রকৃতির ।
বার্খান কোন ধরনের বালিয়াড়ি ?
উঃ বার্খান তির্যক প্রকৃতির বালিয়াড়ি।