লীন তাপ কাকে বলে ?

 লীনতাপ কি?

     যে তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে পদার্থের অবস্থার (কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে তরল এবং তরল থেকে কঠিন ইত্যাদি) পরিবর্তন ঘটায় তাকে লীনতাপ বলে।

লীন তাপের প্রকারভেদ : 

    পদার্থের বিভিন্ন অবস্থান্তর অনুযায়ী লীন তাপ চার রকম হয়, যথা :- 

(i) গলনের লীন তাপ, 

(ii) কঠিনীভবনের লীন তাপ, 

(iii) বাষ্পীভবনের লীন তাপ এবং 

(iv) ঘনীভবনের লীন তাপ ।


(i) গলনের লীন তাপ : 

       প্রমাণ চাপে একক ভরের কোন কঠিন পদার্থকে তার গলনাঙ্ক উষ্ণতায় স্থির রেখে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয়, তাকে ঐ কঠিন পদার্থের গলনের লীন তাপ বলে ।

একক: 

      সি.জি.এস. পদ্ধতিতে লীন তাপের একক ক্যালরি/গ্রাম। যেমন—বরফের গলনের লীন তাপ 80 ক্যালরি/গ্রাম । অর্থাৎ, 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফকে একই উষ্ণতার জলে পরিণত করতে 80 ক্যালরি তাপের প্রয়োজন ।

(ii) কঠিনীভবনের লীন তাপ : 

       প্রমাণ চাপে একক ভরের কোন তরল পদার্থকে তার হিমাঙ্ক উষ্ণতায় স্থির রেখে কঠিনে পরিণত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশনের প্রয়োজন হয়, তাকে ঐ তরলের কঠিনীভবনের লীন তাপ বলে।

       কোন কঠিন পদার্থের গলনের লীন তাপ, ঐ পদার্থের কঠিনীভবনের লীন তাপের সমান। অর্থাৎ, জলের কঠিনীভবনের লীন তাপ 80 ক্যালরি/গ্রাম । এখানে জলের কঠিনীভবনের লীন তাপ 80 ক্যালরি/গ্রাম বলতে বোঝায় যে–0°C উষ্ণতায় 1 গ্রাম জল থেকে 80 ক্যালরি তাপ বের করে নিলে 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফ পাওয়া যায় ।


একক

 এস.আই. পদ্ধতিতে লীন তাপের একক জুল/কেজি । এই পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ 3.36×10⁵ জুল/কেজি অর্থাৎ, প্রমাণ চাপে 0°C উষ্ণতার 1 কিলোগ্রাম বরফকে একই উষ্ণতার জলে পরিণত করতে 3.36×10⁵ জুল তাপ প্রয়োজন হয় ।


(iii) বাষ্পীভবনের লীন তাপ : 

        প্রমাণ চাপে একক ভরের কোন তরলকে তার স্ফুটনাঙ্ক উষ্ণতায় স্থির রেখে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয়, তাকে ঐ তরলের বাষ্পীভবনের লীন তাপ বলে ।

একক:          

        সি.জি.এস. পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালরি/গ্রাম। বাষ্পীভবনের লীন তাপ তরলের উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা কমলে বাষ্পীভবনের লীন তাপের মান বাড়ে । 

        যেমন, 20°C উষ্ণতায় জলের বাষ্পীভবনের লীন তাপ 577 ক্যালরি/গ্রাম। স্টীমের লীন তাপ 537 ক্যালরি/গ্রাম বলতে বোঝায় যে, 100°C উষ্ণতার 1 গ্রাম জলকে সম-উষ্ণতায় স্টীমে পরিণত করতে 537 ক্যালরি তাপের প্রয়োজন হয়।

        এস·আই· পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীন তাপ 22.68×10⁵ জুল/কেজি । অর্থাৎ, 100°C উষ্ণতার 1 কিলোগ্রাম জলকে সম-উষ্ণতায় জলীয় বাষ্পে পরিণত করতে 22.68×10⁵ জুল তাপের প্রয়োজন ।


(iv) ঘনীভবনের লীন তাপ : 

        প্রমাণ চাপে একক ভরের কোন গ্যাসীয় পদার্থকে তার স্ফুটনাঙ্ক উষ্ণতায় স্থির রেখে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয়, তাকে ঐ গ্যাসীয় পদার্থের ঘনীভবনের লীন তাপ বলে । 

        কোন তরল পদার্থের বাষ্পীভবনের লীন তাপ, ঐ পদার্থের ঘনীভবনের লীন তাপের সমান। যেমন,- প্রমাণ চাপে 100°C উষ্ণতার 1 গ্রাম জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে 100°C উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হয়, তখন ঐ জলীয় বাষ্প 537 ক্যালরি তাপ বর্জন করে।







Previous Post
No Comment
Add Comment
comment url