পৌরসভার বর্জ্য

 পৌরসভার বর্জ্য


পৌরসভার বর্জ্যের সংজ্ঞা 

          যেকোনো কঠিন, তরল কিংবা গ্যাসীয় পদার্থ যেগুলি আমাদের কোনো কাজে লাগে না, সেগুলিই হল বর্জ্য পদার্থ। 

        প্রধানত সাতটি উৎস থেকে বর্জ্য পদার্থের সৃষ্টি।

ক) বর্জ্যের উৎস
      ১.গৃহস্থালি  ২. শিল্প  ৩. কৃষিজ  ৪. পৌরসভা  ৫. জৈব  ৬. চিকিৎসা সংক্রান্ত  ৭. তেজস্ক্রিয়
  

পৌরসভার  বর্জ্য:


পৌরসভার  বর্জ্য কাকে বলে?

           শহরের গৃহস্থালি, হাসপাতাল প্রভৃতি উৎস থেকে আগত সমস্ত কঠিন বর্জ্য যেগুলি গারবেজ হিসাবে বেশি পরিচিত তাদের পুরসভার বর্জ্য বলে।

    পৌরসভার বর্জ্যের শ্রেণীবিভাগ

               পৌরসভার বর্জ্য মূলত সাত প্রকারের হয়। যথা- (a) জীববিশ্লেষ্য (b) পুনঃচক্রী (c) নিষ্ক্রিয় (d) বৈদ্যুতিক ও বৈদ্যুতিন (e) মিশ্র (f) বিষাক্ত (g) হাসপাতালের

   পৌরসভা বা পুরসভার বর্জ্যগুলি হল-

      (a) জীববিশ্লেষ্য - খাদ্য, রান্নাঘরের বর্জ্য, বাগানের গাছপালার কাটা অংশ

     (b) পুনঃচক্রী — কাগজ, কাচ, বোতল, ক্যান, ছেঁড়া কাপড়

     (c) নিষ্ক্রিয় – বাড়িঘর ভাঙা পদার্থ, পাথর ।

     (d) বৈদ্যুতিক ও বৈদ্যুতিন – টিভি, কম্পিউটার, মোবাইল

     (e) মিশ্র – বর্জ্য কাপড়, প্লাসটিকের খেলনা

     (f) বিষাক্ত – রং, সার

     (g) হাসপাতালের - সিরিঞ্জ, ওষুধের ফেলে দেওয়া প্যাকেট ইত্যাদি


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url