পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব
পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব
সারা পৃথিবী জুড়ে প্রতিদিন টন টন বর্জ্য তৈরি হয়। এই সকল বর্জ্য পদার্থ যত্রতত্র ফেলে দেওয়ার ফলে পরিবেশের এবং মানব জীবনের ওপর এর গুরুত্বপূর্ণ কুপ্রভাব লক্ষ্য করা যায়। নিচে এই প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করা হলো।-
১. জলদূষণ:
বর্জ্য পদার্থ নদী, জলাশয় বা সাগরে ফেলা হলে জলদূষণ হয়। আবার কোন স্থানে স্তুপাকারে জমা করলেও দূষিত জল মাটির নিচে প্রবেশ করে ভৌম জলকে দূষিত করে।
২. বিভিন্ন রোগ সৃষ্টি:
বর্জ্য পদার্থের মধ্যে উপস্থিত বিভিন্ন উপাদানের প্রভাবে মানবদেহে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। যেমন-
i) আর্সেনিকের প্রভাবে আর্সেনিকোসিস, ব্ল্যাকফুট ডিজিজ, মিজারেখা ইত্যাদি রোগ হয়।
ii) কলকারখানা থেকে নির্গত যৌগ ও ধাতু থেকে ক্যানসার, স্নায়ুরোগ, হাড়ের যন্ত্রণা, চর্মরোগ প্রভৃতি রোগ হয়।
iii) হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নির্গত বিপজ্জনক বর্জ্য থেকে কৃমি, টিটেনাস, আলসার, হেপাটাইটিস বি, কলেরা, টাইফয়েড ইত্যাদি রোগ হয় ।
iv) ধাতু ও ধুলো শ্বাসকষ্ট, স্নায়ুরোগ ঘটায়।
v) সিসা থেকে ডিসলেক্সিয়া, ক্যাডমিয়াম থেকে ইটাই ইটাই ও পারদ থেকে মিনামাটা রোগ হয়।
৩. দূষণ সৃষ্টি:
বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থের প্রভাবে জল, বাতাস এবং মৃত্তিকা দূষণ ঘটায়, যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিবেশ এবং জীবদেহের ক্ষতি করে।
৪. উর্বরতা হ্রাস:
বর্জ্য পদার্থ মৃত্তিকায় মিশে মৃত্তিকার স্বাভাবিক চরিত্র নষ্ট হচ্ছে। উর্বরতা হ্রাস পাচ্ছে। মাটিতে অম্লের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে মৃত্তিকা লবণাক্ত হয়ে পড়ছে।
৫. জলনিকাশি ব্যবস্থায় বাধা:
শহরাঞ্চলে হাইড্রেনগুলির মুখগুলিতে বর্জ্য জমে (বিশেষত পলিথিন) বর্ষাকালে জলনিকাশিতে বাধা দেয়। ফলে শহর জলমগ্ন হয়ে যায়।
৬. জলের বাস্তুতন্ত্রের উপর প্রভাব:
নদী, হ্রদ, সমুদ্র, পুকুরে অত্যধিক পরিমাণে বর্জ্যপদার্থ সঞ্চিত হওয়ার ফলে বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। মাছের প্রজনন নষ্ট হচ্ছে। বিভিন্ন ধরনের শৈবাল মারা যাচ্ছে। ফলে জলজ বাস্তুতন্ত্র বিপর্যস্ত হয়ে পড়ছে।
৭. জীববৈচিত্র্য ধ্বংস :
বর্জ্য পদার্থের বিভিন্ন সমস্যার কারণে বনভূমি, জলাভূমির জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।
৮. তাপপ্রবাহ:
বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্টগুলি থেকে নির্গত তাপ পাশাপাশি অঞ্চলে তাপপ্রবাহজনিত দূষণ ঘটায়।
৯. কৃষিজমির উপর প্রভাব:
কৃষি জমিতে ক্রমাগত বর্জ্য পদার্থ এসে পড়ায় জমির উর্বরশক্তি কমে গিয়ে জলা জমিতে পরিণত হচ্ছে।
১০. দুর্গন্ধ সৃষ্টি:
বর্জ্য পদার্থ স্তুপ আকারে সঞ্চিত হলে পচনের ফলে এবং বর্জ্য পদার্থ পোড়ালে দুর্গন্ধ সৃষ্টি হয়।