গ্রেট গ্রীন ওয়াল কোন মহাদেশে রয়েছে

 গ্রেট গ্রীন ওয়াল কি / গ্রেট গ্রীন ওয়াল কাকে বলে ?

 মরুভূমির প্রসার রোধ ভূমির অবনমন। থেকে রক্ষা পাওয়ার জন্য আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণ দিকে মরুভূমির সীমানা বরাবর 15 কিলোমিটার চওড়া এবং প্রায় 8000 কিলোমিটার দীর্ঘ অঞ্চল জুড়ে যে অরণ্য প্রাচীর বা বনভূমি পুনস্থাপন করা হয়েছে তাকে গ্রেট গ্রীন ওয়াল নাম দেওয়া হয়েছে।



গ্রেট গ্রীন ওয়াল নির্মাণের উদ্যোগ

2002 সালে আফ্রিকার চান্দ নামক দেশের রাজধানীতে অনুষ্ঠিত খরা এবং মরুকরণ প্রতিরোধ নামক সম্মেলনে এটি নির্মাণের কথা প্রথম উত্থাপিত হয়। 2005 সালের জুন মাসে বুরকিনা ফাসো নামক দেশের রাজধানীতে প্রস্তাবটি অনুমোদন করা হয়।



সদস্য দেশ

বর্তমানে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত দেশের সংখ্যা 20 টির বেশি। যেমন- চাঁদ, বুরকিনা ফাসো, আলজেরিয়া, মিশর, মালি, নাইজার, নাইজেরিয়া, সেনেগাল প্রভৃতি।


গ্রেট গ্রীন ওয়াল কোন মহাদেশে রয়েছে ?

উ: গ্রেট গ্রীন ওয়াল আফ্রিকা মহাদেশে রয়েছে।


কোন মরুভূমির প্রসার রোধে গ্রেট গ্রীন ওয়াল নির্মিত হয়েছে ?

উ: আফ্রিকার সাহারা মরুভূমির প্রসার রোধে গ্রেট গ্রীন ওয়াল নির্মিত হয়েছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url