প্লায়া কাকে বলে

প্লায়া কথার অর্থ

'Playa'একটি স্পেনীয় শব্দ; যার অর্থ লবণাক্ত হ্রদ।


প্লায়া কাকে বলে? অথবা, প্লায়া কি?

মরু অঞ্চলে পর্বতবেষ্টিত বা উচ্চভূমির মধ্যবর্তী অববাহিকায় জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে প্লায়া বা স্যালিনা বলে। মরুভূমি অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাতের কারণে এইরকম প্লায়া হ্রদের সৃষ্টি হয়।



প্লায়ার বৈশিষ্ট্য

(i) প্লায়ার জল লবণাক্ত হয়।

(ii) পর্বত বেষ্টিত অববাহিকায় বা অবনমিত অঞ্চলে প্লায়া হ্রদ গঠিত হয়।

(iii) এগুলির স্বল্পস্থায়ী হয়।

(iii) প্লায়ার উপরিভাগে চকচকে লবণের স্তর থাকে।

(iv) প্লায়া হ্রদ গুলির আয়তন কয়েক বর্গমিটার থেকে 10 বর্গ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।


প্লায়া কিভাবে গঠিত হয়

মরু অঞ্চলে পর্বত বা উচ্চভূমি বেষ্টিত অববাহিকায় কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখা যায় অর্থাৎ বৃষ্টির পরবর্তী সময়ে চারপাশের উচ্চভূমি থেকে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা অববাহিকায় নেমে আসে। জলধারা বাহিত বিভিন্ন পদার্থ অববাহিকায় জমাটবদ্ধ হয়। একে বোলসন বলে। বোলসনের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিচু অংশে সাময়িকভাবে জল জমে যে হ্রদের সৃষ্টি হয়, তা প্লায়া নামে পরিচিত।

প্লায়ার উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রে একে বোলসন ও প্লায়া বলে; মেক্সিকোতে প্লায়া বলে; উত্তর আফ্রিকায় শর্টস (shorts) বলে; রাজস্থানে এর নাম ধান্দ।


সাহারা মরুভূমির প্লায়া হ্রদ গুলি কি নামে পরিচিত ?

   উ: সাহারা মরুভূমির এইরকম লবণাক্ত হ্রদ শর্টস (shorts) নামে পরিচিত।


প্লায়া হ্রদকে আরবে কি বলে ?

    উ: প্লায়ারথকে আরবে সবখা (Sabkha) বা শট (Cholt) বলে।


পৃথিবীর বৃহত্তম প্লায়ার নাম কি?

    উ: পৃথিবীর বৃহত্তম প্লায়া হলো লা প্লায়া। এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা মরুভূমিতে অবস্থিত।


রাজস্থানের একটি প্লায়া হ্রদ।

    উ: রাজস্থানের একটি প্লায়া রদ হল সম্বর হ্রদ। রাজস্থানে এই সকল হ্রদের স্থানীয় নাম ধান্দ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url