বালিয়াড়ি কাকে বলে ?
বালিয়াড়ি কাকে বলে ?
মরু অঞ্চলের বায়ু প্রবাহ পথে কোন স্থানে বাধা পেলে যে উঁচু এবং দীর্ঘ ঢিবির আকারে বালি জমা হয় তাকে বালিয়াড়ি বলে।
বালিয়াড়ি কোথায় দেখা যায় ?
সাধারণত মরু অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়। তবে সমুদ্র উপকূল অঞ্চলেও বালিয়াড়ি গঠিত হয়।
বালিয়াড়ির শ্রেণীবিভাগ
অবস্থান ও আকৃতি অনুযায়ী বালিয়াড়িকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন -
(ক) অবস্থান অনুসারে বালিয়াড়ির শ্রেণীবিভাগ
(i) মস্তক বালিয়াড়ি ➡ Click
(ii) পুচ্ছ বালিয়াড়ি ➡ Click
(iii) অগ্রবর্তী বালিয়াড়ি ➡ Click
(iv) পার্শ্বস্থ বালিয়াড়ি ➡ Click
(v) চলন্ত বালিয়াড়ি ➡ Click
(খ) আকৃতি অনুসারে বালিয়াড়ির শ্রেণীবিভাগ
(i) বার্খান ➡ Click
(ii) আকলে বালিয়াড়ি ➡ Click
(iii) সিফ বালিয়াড়ি ➡ Click
(iv) অধিবৃত্তীয় বালিয়াড়ি ➡ Click
(v) হোয়েলব্যাক বালিয়াড়ি ➡ Click
মালাবার উপকূলের বাড়ি বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে ?
উ:- মালাবার উপকূলের বাড়ি বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলে।
বালিয়াড়ি বা বালিয়াড়ি কাকে বলে ?
উ:- মরু অঞ্চলের বায়ু প্রবাহ পথে কোন স্থানে বাধা পেলে যে উঁচু এবং দীর্ঘ ঢিবির আকারে বালি জমা হয় তাকে বালিয়াড়ি বলে।
বালিয়াড়ি কোথায় দেখা যায় ?
উ:- সাধারণত মরু অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়। তবে সমুদ্র উপকূল অঞ্চলেও বালিয়াড়ি গঠিত হয়।