পেডিমেন্ট

  পেডিমেন্ট কথার অর্থ

'Pedi' শব্দের অর্থ 'পাদদেশ' ও 'Mont' শব্দের অর্থ 'পাহাড়'। অর্থাৎ, পেডিমেন্ট কথার অর্থ পর্বতের পাদদেশ।

 


পেডিমেন্ট কাকে বলে? বা, পেডিমেন্ট কি?

মরু অঞ্চলের পর্বতের পাদদেশে চওড়া, বিস্তীর্ণ এবং মৃদু ঢালযুক্ত ক্ষয়প্রাপ্ত সমতল ভূমিকে পেডিমেন্ট বলে।


পেডিমেন্ট নামকরণ কে করেন? 

জি. কে. গিলবার্ট ( G.K. Gilbert ) 1882 সালে মরু অঞ্চলের পর্বতের পাদদেশের মৃদু ঢাল যুক্ত সমতল ভূমিকে পেডিমেন্ট বলে অভিহিত করেন।


পেডিমেন্ট




পেডিমেন্ট এর বৈশিষ্ট্য

(i) পেডিমেন্ট অবতল ঢাল যুক্ত হয়।

(ii) উপরের দিকে ঢাল 7° হলেও নিচের দিকে ঢাল 1° থেকে 2°।

(iii) পর্বতের পাদদেশের পেডিমেন্টকে শিলা পেডিমেন্ট ও মধ্যভাগের নিচু অঞ্চলের পেডিমেন্টকে পেরি পেডিমেন্ট বলে।

 


(iv) পেডিমেন্ট এর উপর পুলিশ সঞ্চয় খুব একটা দেখা যায় না।

(v) পেডিমেন্ট বায়ু ও জল ধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হয়।

(vi) পেডিমেন্ট পর্বতের পাদদেশ এবং বাজাদার মধ্যে অবস্থান করে।


পেডিমেন্ট এর শ্রেণীবিভাগ

পেডিমেন্ট সাধারণত তিন প্রকার। যেমন- (i) ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট (ii) আবৃত পেডিমেন্ট এবং (iii) মিলিত পেডিমেন্ট।


পেডিমেন্ট কিভাবে সৃষ্টি হয়

মরু অঞ্চলে বৃষ্টিপাত সাধারণত হয় না। অল্প সময় প্রবল বৃষ্টিপাত মরু অঞ্চলে মাঝে মাঝে হয়ে থাকে। বায়ুর কার্যের ফলে পর্বতের পাদদেশীয় অংশ ক্ষয়প্রাপ্ত হয়। বৃষ্টিপাতের পর পর্বতের পাদদেশীয় অংশ জলধারার মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়। এর ফলে পর্বতের পাদদেশীয় অংশে মৃদু ঢাল যুক্ত প্রায় সমতল ভূভাগের সৃষ্টি হয়, যা পেডিমেন্ট নামে পরিচিত।


পেডিমেন্ট এর উদাহরণ: দক্ষিণ আফ্রিকার মরুভূমিতে পেডিমেন্ট দেখা যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url