মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০১৮ / Madhyamik Geography Question 2018

 SUBJECT-GEOGRAPHY- 2018

(নতুন পাঠ্যক্রম)

Time: 3 hours 15 minutes Full Marks : 90

বিভাগ - ‘ক’


১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×১৪=১৪ 

১.১. শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়— 

  • (ক) ক্যানিয়ন 
  • (খ) V আকৃতির উপত্যকা 
  • (গ) মন্থকূপ 
  • (ঘ) ধান্দ 

Madhyamik Geography Question 2018 


১.২. পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে—

  • (ক) নীল নদের মোহনায় 
  • (খ) হোয়াংহোর মোহনায় 
  • (গ) সিন্ধুনদের মোহনায় 
  • (ঘ) মিসিসিপি-মিসোরার মোহনায় 

১.৩. উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে—

  • (ক) আয়নোস্ফিয়ার 
  • (খ) স্ট্যাটোস্ফিয়ার 
  • (গ) মেসোস্ফিয়ার 
  • (ঘ) এক্সোস্ফিয়ার 

১.৪. মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়—

  • (ক) সাইক্লোন 
  • (খ) টুইস্টার 
  • (গ) টাইফুন 
  • (ঘ) হ্যারিকেন

১.৫. শীতল লাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হলো—

  • (ক) নিউফাউন্ডল্যান্ড উপকূল 
  • (খ) গিনি উপকুল 
  • (গ) ফ্লোরিডা উপকূল 
  • (ঘ) পেরু উপকূল

১.৬. মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোনে অবস্থান করে—

  • (ক) ১৮০° 
  • (খ) ৩৬০° 
  • (গ) ৯০° 
  • (ঘ) ১২০°

১.৭. নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য—

  • (ক) প্লাস্টিক বর্জ্য 
  • (খ) কৃত্রিম রাবার বর্জ্য 
  • (গ) অ্যালুমিনিয়াম পাত 
  • (ঘ) সবকটিই প্রযোজ্য 

১.৮. নিম্নলিখিত রাজ্য ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়—

  • (ক) মধ্যপ্রদেশ 
  • (খ) অন্ধ্রপ্রদেশ 
  • (গ) বিহার 
  • (ঘ) উত্তরপ্রদেশ 

১.৯. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়। যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে—

  • (ক) খাদার 
  • (খ) ভাঙ্গর 
  • (গ) ভাবর 
  • (ধ) বেট

১.১০. ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো—

  • (ক) প্যাংগং হ্রদ 
  • (ধ) ভীমতাল 
  • (গ) ডাল হ্রদ 
  • (ঘ) লোকটাক হ্রদ

১.১১. ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে- 

  • (ক) গাঙ্গেয় সমভূমি 
  • (খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে 
  • (গ) সুন্দরবন 
  • (ঘ) মরু অঞ্চল 

১.১২. গম হলো একটি – 

  • (ক) রবি শস্য 
  • (খ) খারিফ শস্য 
  • (গ) জায়িদ শস্য 
  • (ঘ) পানীয় ফসল

১.১৩. উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে-

  • (ক) পূর্ব-পশ্চিম করিডর 
  • (খ) সোনালী চতুর্ভুজ 
  • (গ) উত্তর-দক্ষিণ করিডর 
  • (ঘ) উত্তর-মধ্য করিডর

১.১৪. ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল- 

  • (ক) IRS 
  • (খ) LANDSAT 
  • (গ) SPOT 
  • (ঘ) Station


বিভাগ 'খ'


২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো। (যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১x৬=৬

২.১.১. জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।

২.১.২. বায়ুর চাপ ফর্টিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। 

২.১.৩. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়।

২.১.৪. প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়।

২.১.৫. বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়। 

২.১.৬. পেট্রোরসায়ন শিল্পকে 'আধুনিক শিল্পদানব' আখ্যা দেওয়া হয়।

২.১.৭. মহাকাশে কৃত্রিশ উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো 'প্ল্যাটফর্ম'।


২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ছয়টির উত্তর দাও) : ১×৬=৬


২.২.১ __________ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক 'মিয়েন্ডার' নামে পরিচিত।

২.২.২. হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে __________ বলে।

২.২.৩. বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উয়তা বৃদ্ধি পাওয়াকে __________ বলে।

২.২.৪. ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে___________ বলা হয়।

২.২.৫. যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে_________ বলে।

২.২.৬ _________ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।

২.২.৭ 2011 খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতে স্বাক্ষরতার হার _________ শতাংশ।


২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে-কোনো ছয়টি) : ১×৬=৬


২.৩.১. সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত?

২.৩.২. বায়ুমণ্ডলের কোন্ স্তরে জেট বিমান যাতায়াত করে?

২.৩.৩. সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী?

২.৩.৪. একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।

২.৩.৫. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী ?

২.৩.৬. ভারতের কোন্ অরণ্যে সিংহ পাওয়া যায়?

২.৩.৭. ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো।

২.৩.৮. কোন্ মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? 


২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো : ১×৪=৪


বামদিক ডানদিক
২.৪.১. তাল ১. কফিগবেষণা কেন্দ্ৰ
২.৪.২. ঝুম চাষ ২. ডিজেল রেল ইঞ্জিন
২.৪.৩. চিকমাগালুর ৩. পশ্চিম হিমালয়ের হ্রদ
২.৪.৪. বারাণসী ৪. মৃত্তিকা ক্ষয়

বিভাগ-'গ'


৩। নীচের অংশগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ২×৬=১২


৩.১. ‘অপসারণ গর্ত' কিভাবে সৃষ্টি হয়?

অথবা, হিমশৈল কী?

৩.২. চিনুক কী ?

অথবা, অ্যাপোজি জোয়ার কাকে বলে? 

৩.৩. বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়?

অথবা, বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো ? 

৩.৪. কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। 

অথবা, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি?

৩.৫. ধাপ চাষের গুরুত্ব কি?

অথবা, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? 

৩.৬. উপগ্রহ চিত্র বলতে কি বোঝো ? অথবা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও।


বিভাগ- ঘ'


৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩x৪=১২ 

৪.১. নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো।

অথবা, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উন্নত হ্রাস পায় কেন? 

৪.২. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি?

অথবা, বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় ? 

৪.৩. ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো।

অথবা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো ? 

৪.৪. ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি কি? 

অথবা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো।


বিভাগ-'ঙ'

(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়)


৫। ৫.১ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৫.১.১ হিমবাহ ও জলাধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও।

৫.১.২ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো।

৫.১.৩ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 

৫.১.৪. সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।


৫.২ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৫.২.১ ভারতের পশ্চিম হিমালয়ের ভূ-প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 

৫.২.২ ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণদা দাও।

৫.২.৩ পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো।

৫.২.৪ ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো।


বিভাগ-চ'


৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১×১০=১০

৬.১. শিবালিক পর্বত,

৬.২. কৃষ্ণানদী,

৬.৩. ভারতের শুষ্কতম অঞ্চল,

৬.৪. ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, 

৬.৫. ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার,

৬.৬. উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল,

৬.৭. দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার,

৬.৮. পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, 

৬.৯. ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র,

৬.১০. ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমান বন্দর।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url