মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2017 / Madhyamik Geography Question 2017

SUBJECT-GEOGRAPHY- 2017

(নতুন পাঠ্যক্রম)

Time: 3 hours 15 minutes Full Marks : 90

বিভাগ - ‘ক’


১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×১৪=১৪ 

১.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে-

  • (ক) বহির্জাত প্রক্রিয়া 
  • (খ) অন্তর্জাত প্রক্রিয়া 
  • (গ) গিরিজনি আলোড়ন 
  • (ঘ) মহিভাবক আলোড়ন

Madhyamik Geography Question 2017 


১.২ লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-

  • (ক) অবঘর্ষ ক্ষয় 
  • (খ) ঘর্ষণ ক্ষয় 
  • (গ) জলপ্রবাহ ক্ষয় 
  • (ঘ) দ্রবণ ক্ষয়

১.৩ হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল-

  • (ক) হাইড্রোজেন স্তর 
  • (খ) হিলিয়াম স্তর 
  • (গ) পারমাণবিক অক্সিজেন স্তর 
  • (ঘ) আণবিক নাইট্রোজেন স্তর

১.৪ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়- 

  • (ক) থার্মোমিটার 
  • (খ) ব্যারোমিটার 
  • (গ) হাইগ্রোমিটার 
  • (গ) অ্যানিমোমিটার

১.৫ এল নিনোর প্রভাব দেখা যায়-

  • (ক) আটলান্টিক মহাসাগরে 
  • (খ) প্রশান্ত মহাসাগরে 
  • (গ) ভারত মহাসাগরে 
  • (ঘ) সুমেরু মহাসাগরে 

১.৬ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে--

১.৭ বর্জ্য ব্যবস্থাপনা -র পদ্ধতিগুলি হল-

  • (ক) বর্জ্যের পুনর্ব্যাবহার 
  • (খ) বার্জের পুনর্নবীকরণ 
  • (গ) বর্জ্যের পরিমাণগত হ্রাস 
  • (ঘ) সবগুলিই প্রযোজ্য

১.৮ ভারতের নবীনতম রাজ্যটি হল-

  • (ক) উত্তরাখণ্ড 
  • (খ) তেলেঙ্গানা 
  • (গ) ছত্তিশগড় 
  • (ঘ) গোয়া 

১.৯ উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল-

  • (ক) কালবৈশাখী 
  • (খ) আঁধি 
  • (গ) পশ্চিমী ঝঞ্ঝা 
  • (ঘ) লু

১.১০ ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল-

  • (ক) জলসেচ 
  • (খ) ঝুমচাষ 
  • (গ) ফালিচাষ 
  • (ঘ) পশুচারণ 

১.১১ ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল-

  • (ক) মহারাষ্ট্র 
  • (খ) উত্তরপ্রদেশ 
  • (গ) বিহার 
  • (ঘ) পশ্চিমবঙ্গ

১.১২ ভারতের “সিলিকন ভ্যালি' বলা হয়-

  • (ক) চেন্নাই 
  • (খ) বেঙ্গালুরু 
  • (গ) কোলকাতা 
  • (ঘ) দিল্লী

১. ১৩ ভারতে দীর্ঘতম জাতীয় সড়কটি হল- 

  • (ক) ১ নং জাতীয় সড়ক 
  • (খ) ২নং জাতীয় সড়ক 
  • (গ) ৬ নং জাতীয় সড়ক 
  • (ঘ) ৭ নং জাতীয় সড়ক 

১.১৪ ১৫'×১৫' অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূ-বৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (R.F) হল— 

  • (ক) ১ : ২,৫০,০০০ 
  • (খ) ১ : ১,০০,০০০ 
  • (গ) ১ : ৫০,০০০ 
  • (ঘ) ১ : ২৫,০০০


বিভাগ – খ

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে-কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১×৬=৬ 

২.১.১ বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়।

২.১.২ ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়।

২.১.৩ ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। 

২.১.৪ সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে।

২.১.৫ ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসাবে চাষ করা হয়।

২.১.৬ ভারেতর সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ। 

২.১.৭ উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়।


২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ছয়টি উত্তর দাও): ১×৬=৬ 

২.২.১ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ________ বলে।

২.২.২ হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাঁকর ইত্যাদি সজ্জিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ________ বলে।

২.২.৩ কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি __________ গোলার্ধে অবস্থিত।

২.২.৪ পৃথিবীর ________ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। 

২.২.৫ শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এয়ার কন্ডিশনার) ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে __________ গ্যাস নির্গত হয়।

২.২.৬ দেবপ্রয়াগে ভাগীরথী ও _________ নদীর মিলনে গঙ্গানদীর সৃষ্টি হয়েছে।

২.২.৭ __________শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।


২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও : (যে কোনো ছয়টি) ১×৬=৬

২.৩.১ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো । 

২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত ?

২.৩.৩ ক্রান্তীয় সমুদ্রে কোন্ ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়?

২.৩.৪ প্লাষ্টিক কোন ধরনের বর্জ্য?

২.৩.৫ ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি ?

২.৩.৬ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?

২.৩.৭ ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? 

২.৩.৮ কোন্ সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে?

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো : ১x8=8


বামদিক ডানদিক
২.৪.১ ইসরো ১. কেরল
২.৪.২ ভেম্বানাদ ২. ভারতের শুল্কমুক্ত বন্দর
২.৪.৩ আঁধি ৩. ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা।
২.৪.৪ কান্ডালা ৪. রাজস্থান


বিভাগ-গ


৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)  ২×৬=১২

৩.১ পাখির পায়ের মতো ব-দ্বীপ কীভাবে গঠিত হয়? অথবা, বার্গস্রুণ্ড কী?

৩.২ জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা, বানডাকা কী?

৩.৩ বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো? অথবা, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে?

৩.৪ মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। অথবা, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো।

৩.৫ জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো ? অথবা, তথ্যপ্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। 

৩.৬ জিওস্টেশনারী উপগ্রহ কী? অথবা, দূর সংবেদন কী?


বিভাগ – ঘ

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩×৪=১২ 

৪.১ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রধান্য দেখা যায় কেন?

       অথবা, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। 

৪.২ জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য করো। 

      অথবা, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি?

৪.৩ পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো।

      অথবা, ভারতে নগরায়ণের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো। 

৪.৪. উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যাবহার আলোচনা করো। 

     অথবা, ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।


বিভাগ –  ঙ 

(দৃষ্টহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়)

৫। ৫.১ যে-কোন দুটি প্রশ্নের উত্তর দাও :   ৫×২=১০

৫.১.১ শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো।

৫.১.২ বায়ুমণ্ডল এ উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো। 

৫.১.৩ পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 

৫.১.৪ বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো।


৫.২ যে-কোন দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৫.২.১ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। 

৫.২.২ ভারতে ইক্ষুচাষের অনুকুল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

৫.২.৩ পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। 

৫.২.৪ ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো।


বিভাগ—চ


৬। প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১×১০=১০

৬.১ নীলগিরি পর্বত,

৬.২ তাপ্তি নদী,

৬.৩ বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 

৬.৪ পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল,

৬.৫ পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল,

৬.৬ ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র,

৬.৭ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল,

৬.৮ ভারতের হাইটেক বন্দর,

৬.৯ পূর্ব ভারতের একটি মহানগর,

৬.১০ দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর।


অথবা,


[শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য।


৬। নিম্নলিখিত যে-কোনো ১০টি প্রশ্নের উত্তর দাও : ১×১০=১০


৬.১ ভারতের বৃহত্তম নদী-দ্বীপের নাম কি? 

৬.২ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

৬.৩ নর্মদা নদীর উৎস উল্লেখ করো।

৬.৪ ভারতের কোন রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায়? 

৬.৫ পার্বত্য মৃত্তিকা দেখা যায় এমন একটি রাজ্যের নাম লেখো। 

৬.৬ কচ্ছ অঞ্চলে কোন্ ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় ?

৬.৭ দক্ষিণ ভারতে কোন পর্বতের ঢালে প্রচুর চা চাষ হয়ে থাকে?

৬.৮ পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। 

৬.৯ ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য কোনটি?

৬.১০ পশ্চিম ভারতের সর্ববৃহৎ বিমান বন্দরটি কোথায় অবস্থিত ? 

৬.১১ পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো।

৬.১২ ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত ?

৬.১৩ কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?

৬.১৪ ভারতের কোন্ রাজ্যে মরু-মৃত্তিকা দেখা যায়?


বিভাগ—ছ

[শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]


৭। ৭.১ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :১X১০=১০

৭.১.১ বর্হিজাত প্ৰক্ৰিয়া কাকে বলে?

৭.১.২ ডোলড্রাম কী?

৭.১.৩ মগ্নচড়া কোথায় গড়ে ওঠে? 

৭.১.৪ চিকিৎসা সংক্রান্ত দুটি বর্জ্যের উল্লেখ করো।

৭.২. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : 

৭.২.১ একটি গ্রীন হাউস গ্যাসের নাম লেখো।

৭.২.২ শীত মৌসুমির অন্য নাম কি?

৭.২.৩ ভারতে প্রধান কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত ?

৭.২.৪ সাধারণ ভূ-বৈচিত্র্য সূচক মানচিত্রে নিত্যবহ নদী কোন্ রং-এর সাহায্যে দেখানো হয়?

৭.২.৫ পৃথিবীর কোন্ জলবায়ু অঞ্চলে সারাবছর বৃষ্টিপাত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url